April 16, 2024, 11:07 pm

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অস্ত্রোপচার ছাড়া একসঙ্গে ৩ সন্তানের জন্ম

Reporter Name
  • আপডেট Wednesday, April 19, 2023
  • 184 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অস্ত্রোপচার ছাড়া একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মা ও নবজাতক সুস্থ রয়েছেন। মঙ্গলবার সকালে সফিপুরের তানহা হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয় সকালে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিনা অস্ত্রোপচারে অর্থাৎ নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেন। পরে সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম শিশু, ৯টা ৪৭ মিনিটে দ্বিতীয় এবং ৯টা ৫৫ মিনিটে ৩য় শিশু ভূমিষ্ঠ হয়। নবজাতকদের বাবা মনির হোসেন বলেন, নবজাতকদের মধ্যে ২ জন ছেলে ১ জন মেয়ে। সবাই সুস্থ আছে। এখনও ওদের নাম রাখা হয়নি। সবাই দোয়া করবেন।

হাসপাতালের জেনারেল ম‌্যানেজার গোলাম মোস্তফা বলেন, স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকার মনির হোসেনের স্ত্রীর সকালে প্রসব বেদনা ওঠে। এরপর তাকে হাসপাতালে নিয়ে এলে রুটিনমাফিক চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে। সবকিছু পজিটিভ থাকায় নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেয়া হয়। আমরা সব সময় নরমাল ডেলিভারি করাতে সবাইকে উৎসাহিত করি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর