December 7, 2023, 12:05 am

খুলনা সিটি নির্বাচন মেয়র পদে তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • আপডেট Tuesday, May 2, 2023
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা :: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জনসহ ৫১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। এ পর্যন্ত মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৭৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর