April 27, 2024, 8:57 pm

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Monday, March 25, 2024
  • 24 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান। আজ সোমবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমী ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি এড. মো: আজমত উল্লা খান। প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবু শম্ভু চরণ মজুমদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ইয়াহিয়া ও ভুট্টোর নীল নকশায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। নির্মমভাবে হত্যা করে শত শত নিরস্ত্র মানুষকে, রচনা করে মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এদিন মধ্যরাতের পর ২৬ মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, যা তৎকালীন ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর