May 9, 2024, 10:11 am

রংপুরে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, সুপেয় পানি, খাবার স্যালাইন, ক্যাপ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, April 27, 2024
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তীব্র দাপদাহে জনজীবন বিপর্যস্ত। গরমে খেটে খাওয়া মানুষের অবস্থা আরো কাহিল। অনেকে তাপজনিত অসুস্থতায় পড়ছেন। এমন পরিস্থিতিতে রংপুরে এক হাজার শ্রমজীবীর মাঝে ছাতা, সুপেয় পানি, খাবার স্যালাইন, ক্যাপ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা যুবলীগ। আজ শনিবার সকালে নগরীর প্রেসক্লাব প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিন কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি লহ্মীন চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাইফ ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ সোহেল পারভেজ জানান, সারাদেশে তীব্র দাপদাহ চলছে।
এমন পরিস্থিতিতে যারা দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, জুতা-স্যান্ডেল সেলাই করেন, ঠেলাগাড়ি চালান, পেপার বিক্রি করেন, ইট ভাঙার কাজ করেন, তারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। মানবিক যুবলীগ সব সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছে। এরই অংশ হিসেবে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে সারাদেশে খেটে খাওয়া মানুষকে রোদের উত্তাপ থেকে রক্ষায় তাদের মাঝে ছাতা, সুপেয় পানি, ক্যাপ বিতরণ চলছে। সোহেল পারভেজ বলেন, ‘আমরা চাই যেকোনো দুর্যোগে যেন কেউ কষ্ট না পায়। এমন পরিস্থিতিতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের সহসভাপতি নওশাদ আলম রাজু, আনোয়ারা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামিম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিনুর ইসলাম গাজী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মেরিনুল মর্তূজা মেরিন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেনসহ অন্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর