May 18, 2024, 9:09 pm

সম্মানিত বরকতময় রোগমুক্ত শিফা দানকারী সুন্নতী খাবার ভাত

হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার ::
  • আপডেট Sunday, June 11, 2023
  • 65 জন দেখেছে

সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। ভাত বিশ্বজুড়েই রয়েছে জনপ্রিয় একটি খাদ্য। কিন্তু অনেকেরই জানা নেই, এই সম্মানিত ভাতও সুন্নতী খাবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! ভাত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-অর্থঃ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুনিয়াতে শ্রেষ্ঠ খাবার হচ্ছে গোশত এরপর ভাত। (আল মাকাসিদুল হাসানা, লেখক- বিখ্যাত মুহাদ্দিছ ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি) (তিব্বুন নববী ৭৩৫ পৃষ্ঠা, হাদীছ শরীফ নং ৮৪৯, লেখক: হাফিজুল হাদীছ আবু নুয়াইম আছবাহানি রহমতুল্লাহি আলাইহি)।কিতাবুল বারাকাতে’ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণিত আছে, তোমরা ভাত খাও নিশ্চয়ই এতে বরকত রয়েছে। (নুজহাতুল মাজালিস ১ম খ- ২৮৪ পৃষ্ঠা) ভাত সংশ্লিষ্ট অন্যান্য আরও হাদীছ শরীফ সমূহ থেকে প্রমাণিত হয়েছে-(১) নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে ভাত খেয়েছেন।(২) হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনার দোয়ার ফলে আসমান থেকে যে খাদ্য খাঞ্চা নাযিল হয়েছিলো সেখানেও ভাত ছিলো। (৩) আছহাবে কাহাফের জন্য যে খাবার আনতে বলা হয়েছিলো, সেখানেও ভাত ছিলো।(৪) দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ খাবার গোশত এরপরেই ভাত।(৫) ভাতের মধ্যে কোন রোগ নেই বরং শেফা রয়েছে।(৬) ভাতের মধ্যে বরকত রয়েছে।(৭) ভাত খাওয়ার সময় পবিত্র দরূদ শরীফ পাঠ করলে, পাঠকারীর জন্য তা জান্নাতে মণিমুক্তা হয়ে থাকবে।সকল ধরণের নিত্যপ্রয়োজনীয় সুন্নতী বিষয়াদিসহ সকল প্রকার সুন্নতী সামগ্রী সংগ্রহ করতে যোগাযোগ করুন।আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা;বাংলাদেশ। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর