April 29, 2024, 4:12 am

রাজধানীর তুরাগে অর্ধকোটি টাকার ইয়াবা-হেরোইনসহ একজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, March 25, 2024
  • 61 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, ‍স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর তুরাগ থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ইয়াবা-হেরোইনসহ রবিউল আলম ওরফে বাবু (৩৩) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের বাউনিয়া রানওয়ে সংলগ্ন প্রিয়াংকা সিটির গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৪৫০ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বাবু মাদক সম্রাট বলে দাবি র‍্যাবের। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ইমন আলীর ছেলে রবিউল আলম ওরফে বাবু।
এ বিষয়ে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে।’
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া রবিউলের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা রয়েছে। ‘সর্বশেষ মাদকসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় রবিউলের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর