April 28, 2024, 7:32 am

অন্ধকারে পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, March 27, 2024
  • 45 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ধারালো ছোরাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে নগরীর নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস পার্কিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপছোরা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. সাকিব (২৮), মো. সাহাব উদ্দিন (২৬), অন্তু দে (২০) এবং রবিন দাশ (২৬)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, নতুন রেলস্টেশনের পাশে ৭ নম্বর বাস পার্কিংয়ের অন্ধকারচ্ছন্ন জায়গা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বেশ কয়েকজন ছিনতাইকারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মূলত তারা ঈদকেন্দ্রীক রিয়াজ উদ্দিন বাজার নিউ মার্কেটসহ আশেপাশের মার্কেটে কেনাকাটা করতে আসার লোকজন ও পথচারীদের টার্গেট করে ছোরার ভয় দেখিয়ে মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা ছিনিয়ে নেন। তাদের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর