December 6, 2023, 11:17 pm

৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান টিটু লাটিম মার্কায় ভোট প্রত্যাশী

Reporter Name
  • আপডেট Thursday, May 11, 2023
  • 46 জন দেখেছে

শামীমা খানম :: তোমার আমার মার্কা লাটিম মার্কা ,গরীব ,দুঃখীর মার্কা লাটিম মার্কা, লাটিম মার্কা ৫৫ নং ওয়ার্ডের সকলের মার্কা। টঙ্গি পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী টঙ্গীর অবিভক্ত ও টঙ্গী থানা যুবলীগের নেতা বৃহত্তর ময়মনসিংহ সমবায় সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু লাটিম মার্কায় সকলের কাছে দোয়া এবং সমর্থন ও ভোট চেয়েছেন।। টঙ্গী ৫৫ নং ওয়ার্ডের ছোট বড় মিলিয়ে প্রায় দশটি বস্তি।। সরকারি জায়গার উপর গড়ে ওঠা এসব বস্তিতে কয়েক লক্ষ নিম্ন আয়ের মানুষের বসবাস। চুরি ফ্যাক্টরি মিল গেট বস্তি , নামাবাজার বস্তি, তেতুলতলা বস্তি, কলাবাগান, জিন্নাত মহল, নিশাত মহল, চান্দনা ও মেডিকেল বস্তি নিয়ে গঠিত ৫৫ নং ওয়ার্ড। প্রায় ৪০ হাজার ভোটার নিয়ে ৫৫ নং ওয়ার্ড গঠিত। নানাবিদ সমস্যা পঞ্চান্ন নং ওয়ার্ড রাজনৈতিক সমন্বয়হীনতার অভাবে। নেই সুস্থ ড্রেনের ব্যবস্থা, বিদ্যুৎ অবিচ্ছিন্ন ,রাস্তাঘাট নোংরা ময়লায় ভরপুর। রাস্তা ছোট হওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারে না এই সিটি কর্পোরেশনের রাস্তাগুলোতে। সর্বদা ড্রেনেজ ব্যবস্থা নোংরা হওয়ার কারণে সামান্য পানিতেই তুলিয়ে যায় বাড়ি ও ঘর। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৫ ওয়ার্ডের সকলের দুঃখ লাগবে মোস্তাফিজুর রহমান টিটু লাটিম মার্কায় সকলকে নিয়ে উন্নয়নের সকল কর্মকান্ডে ঐক্যবদ্ধ। এমনটাই প্রত্যাশা এখানকার ভোটারদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর