December 7, 2023, 12:24 am

বিমানবন্দরে ১২ পিস সোনার বারসহ দুই জন আটক

Reporter Name
  • আপডেট Thursday, May 4, 2023
  • 122 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ পিস সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দকৃত সোনার মোট ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। আজ বৃহস্পতিবার (৪ মে) এবং বুধবার (৩ মে) রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ফিরোজ মিয়া (৩৯) ও মো. বিল্লাল (৫৩)।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর কার-পার্কিং এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে ৬ পিস সোনাসহ আটক করা হয়।

অপরদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর পার্কিং এলাকায় অভিযান চালিয়ে ৬৯৬ গ্রাম ওজনের ৬ পিস সোনাসহ মো. ফিরুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাদের দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর