মুহম্মদ আবুল বাশার :: সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম।আজ ৬ মে।বিগত ১৮৩১ সালের এই দিনে বালাকোটের ময়দানে এক অসম যুদ্ধে শহীদ হয়েছিলেন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভি রহমহতুল্লাহি আলাইহি এবং উনার সহযোদ্ধারা; যা উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বরনীয় ঘটনা। সেদিন শিখদের সাথে অসম সমরে ইমামুল মুজাহিদীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভীর নেতৃত্বে মুসলিম বাহিনী যেভাবে অতুলনীয় বীরত্বের স্বাক্ষর রেখে মহান আল্লাহ পাক উনার সান্নিধ্যে চলে গেছেন তাতে মুতা, ইয়ামামা, ও কারবালার শহীদদের কথাই স্মরণ করিয়ে দেয় আমাদেরকে।
ভারতীয় উপমহাদেশে তৎকালীন মুসলমানদের প্রাণ পুরুষ ছিলেন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহি আলাইহি। আজও তিনি অত্যন্ত সম্মানের পাত্র হয়ে আছেন। সেই সাথে ৬ মে প্রিয় মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বালাকোটের শহীদদের প্রেরণায় ভারতে মুসলমানগণ আজাদী আন্দোলনের মাধ্যমে পৃথক আবাসভূমি লাভে উজ্জীবিত হয়ে ছিলেন। মহান আল্লাহ পাক উনার নিকট আমাদের ফরিয়াদ, তিনি বালাকোটের বীর শাহাদাত বরণকারীদের সর্বোচ্চ মাকাম দান করুন।