December 2, 2023, 11:16 am

ফেনীতে ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

Reporter Name
  • আপডেট Thursday, April 6, 2023
  • 158 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফেনী :: ফেনীতে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড় সংলগ্ন পেট্রল পাম্পের পাশ থেকে শতাধিক ইয়াবাসহ তিন যুবককে আটক করে পুলিশ।আটকদের মধ্যে দুইজন স্থানীয় ছাত্রলীগের নেতা। আটকরা হলেন- ওসমান গনী লিটন (২৪), কাজী মোবাশ্বির  নুর অর্ণব (২২) ও ছাপওয়ান বিন এনায়েত রাফি (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড় সংলগ্ন পেট্রল পাম্পের পাশে অভিযান চালায়।  এ সময় মোটরসাইকেলে থাকা তিন যুবককে আটক করে অভিযান চালালে তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

পুলিশের একটি সূত্র জানায়, আটক ওসমান গনি লিটন পৌর এলাকার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাফোয়ান বিন এনায়েত রাফি পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দিন জানান, ইয়াবাসহ আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর