September 24, 2023, 3:18 pm

পুলিশ অফিসার হয়ে সিনেমায় ফিরলেন মাহিয়া মাহি

Reporter Name
  • আপডেট Tuesday, September 12, 2023
  • 15 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা মাহিয়া মাহি দীর্ঘ দিন নতুন কোনো সিনেমায় নেই। শেষবার তাকে দেখা গেছে বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার ইনচার্জ’ সিনেমার শুটিংয়ে। দীর্ঘ বিরতি শেষে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন এই নায়িকা। আগামী অক্টোবর থেকে আবার শুটিংয়ে ফিরবেন তিনি।

এ বিষয়ে চিত্রনায়িকা বলেন, বেশ অনেক দিন পর শুটিংয়ে ফিরব। একটু অন্যরকম লাগছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেব। সিনেমাটির গল্প দারুণ। গল্পটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয় এমন একটি প্রতারণা চক্রকে কেন্দ্র করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই গল্প। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আমাকে। সিনেমায় মাহির পাশাপাশি মুন্না খান, মিশা সওদাগরসহ আরও অনেককে দেখা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর