December 2, 2023, 12:16 pm

গাজীপুর সিটি নির্বাচন নিজ খরচে প্রচারণার পোস্টার-বিলবোর্ড সরানোর নির্দেশ

Reporter Name
  • আপডেট Sunday, April 9, 2023
  • 159 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ মে। ৫ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে সাঁটানো পোস্টার, ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্র নিজ খরচে অপসারণ এবং দেওয়ালে লিখন মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান বলেন, সিটি করপোরেশনে কোনো প্রার্থী বা তার পক্ষে রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরণের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট সাঁটানো হয়েছে, দেওয়ালে লিখনও দেখা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সিটি করপোরেশন বিধিমালায় লঙ্ঘন।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ৯ মে প্রতীক বরাদ্দ করা হবে। তাই ১৩ এপ্রিলের মধ্যে ওইসব পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নিজ খরচে অপসারণ এবং দেওয়ালে লিখন মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর