দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ঢাকার কেরানীগঞ্জ থেকে ৪৭ কেজি গাঁজাসহ সাত মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাব-১০। আজ বৃহস্পতিবার (১১ মে) কেরানীগঞ্জ মডেল থানার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হচ্ছে- হাসিব ওরফে মোয়াজ (২৭), সজিব (২৪), বাবু (২৮), ইলিয়াস (২৫), শুভ হোসেন (২০), শহিদুল ইসলাম (২৪) ও ইয়াসিন (১৯)।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, কুমিল্লার হোমনা এলাকা থেকে মাদকবিক্রেতার একটি চক্র বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কেরানীগঞ্জের ঝাউচর এলাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪৭ কেজি গাঁজাসহ সাতজনকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।