November 30, 2023, 1:59 pm

ঈদে ৭ গান নিয়ে আসছে বিন হাই

Reporter Name
  • আপডেট Friday, April 14, 2023
  • 146 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: জাকারিয়া মূলত একজন ব্যবসায়ী হলেও ভীষণ আড্ডাবাজ আর সংস্কৃতিমনা এক মানুষ। কয়েক বছর আগে ব্যবসায়িক আমন্ত্রণে চীনের একটি প্রদেশের বিন হাই শহরে গিয়েছিলেন। গানে আর আড্ডায় মুখরিত সময় কাটিয়েছেন সেখানে। একটা শহরের মানুষ এতটা গানপ্রিয় হতে পারে, দেখে মুগ্ধ হলেন জাকারিয়া! দেশে ফিরে একটা গানের দল গড়ে তুললেন তিনি। অনেক দিনের ভাবনা আর পরিশ্রমের ফসল হিসেবে তৈরি হলো ‘বিন হাই মিউজিক্যাল গ্রুপ’। বিন হাই গানের দলটাতে একটা ফিউশন ব্যাপার আছে। ব্যান্ড ফরমেট কিন্তু আমাদের দেশীয় গানের দলের একটা মিশ্রণ। এরই মধ্যে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলেই সংগীত পরিবেশন করেছে দলটি। প্রায় ৩ বছর হতে চললো, দলটি নিয়মিত গাইছে কর্পোরেট শো ও অনুষ্ঠানে। এ দলের প্রধানের দায়িত্বে আছেন আর এ তুতুল।

তবে এখানে সবাই গুরুত্বপূর্ণ আবার কেউই একমাত্র নন। প্রত্যেকের বিকল্প আছে। এবার ঈদেই আসছে তাদের ৭টি নতুন গান। গানগুলো হলো ‘বড্ড শেয়ানা’ (গীতিকার এস এ বিপুল, সুরকার এইচ বি হাফিজ), ‘চান্নি পশর’ (গীতিকার আহমেদ রাব্বানী, সুর এইচ বি হাফিজ), ‘উড়ে চলা মন’ (গীতিকার আহমেদ রাব্বানী, সুরকার এইচ বি হাফিজ), ‘হারিয়ে যাওয়া দিন’ (গীতিকার আহমেদ রাব্বানী, সুর এইচ বি হাফিজ), ‘ভুলে ভরা জীবন’ (গীতিকার ও সুরকার রিয়াজ আহমেদ), ‘এই পৃথিবী ছাড়তে হবে’  (গীতিকার আহমেদ রাব্বানী, সুরকার এইচ বি হাফিজ) এবং ‘জর্দাছাড়া পান’ (গীতিকার ও সুরকার এস এ বিপুল)। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে রয়েছে বিন হাই মিউজিক্যাল গ্রুপের নিজস্ব পেজ ও চ্যানেল। সেখানেই এক এক করে গানগুলো প্রকাশ করা হবে এবার ঈদে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর