April 27, 2024, 1:59 pm

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Tuesday, March 26, 2024
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ মঙ্গলবার ভোর ৫টা ৫৬ মিনিটে প্রথমে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী এবং তারপর ভুটানের রাজা। পরে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তাঁরা। এ সময় বেজে ওঠে বিউগল। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর