April 30, 2024, 1:56 am

যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 30 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার জিএমপি ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার)। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি বলেন, শিল্পনগরীর অধিকাংশ গার্মেন্টস কারখানা ছুটি হয়েছে। রাস্তায়ও ঘরমুখো মানুষের প্রচন্ড চাপ সত্ত্বেও যাত্রীদের ভোগান্তি কমাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কঠোর পরিশ্রম করেছে। তিনি জিএমপি’র ট্রাফিক ও অন্যান্য বিভাগের পুলিশ সদস্যগণ যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা সচল রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে জিএমপি’তে কর্মরত সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর