May 15, 2024, 10:24 am

ভালো খেলে শিরোপা জিততে চায় কুমিল্লা

Reporter Name
  • আপডেট Thursday, February 29, 2024
  • 37 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে পঞ্চমাবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন-হৃদয়দের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। এর আগে কখনো ফাইনালে না হারা, কুমিল্লার বাড়তি অনুপ্রেরণা। গত দুই মৌসুমের আগে ২০১৫ ও ২০১৯ সালে শিরোপা জেতে কুমিল্লা। এই চারবারের মধ্যে তিনবাই ফাইনালে দাপট দেখায় তারা। শুধু ফরচুন বরিশালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ রানে জয় পায় কুমিল্লা। তাই পারফরম্যান্স করে ফাইনাল জিততে হয় বলে জানান দলটির সহঅধিনায়ক জাকের আলি অনিক।
তিনি বললেন, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব, এমন কিছু নয়। পারফর্ম করেই কুমিল্লা প্রতিবার চ্যাম্পিয়ন হয়েছে। যদি চ্যাম্পিয়ন হতে হয়, ফাইনালেও আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’
এ সময় জাকের আরও যোগ করেন, ‘কুমিল্লা ফাইনাল খেলতে অভ্যস্ত। আমরা দল হিসেবে জানি, কীভাবে বড় ম্যাচে পারফর্ম করতে হয়। আমাদের মনোযোগ সেখানেই থাকবে। যেহেতু ম্যাচটি ফাইনাল, অবশ্যই বরিশাল ভালো খেলেই এত দূর এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সব দলকেই সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। সব সময় চেষ্টা করি সেরা ক্রিকেট খেলতে, ফাইনালেও সেরাটা খেলার চেষ্টা করবে।’
প্লে-অফে চট্টগ্রাম ও রংপুরকে পেছনে ফেলে ফাইনাল খেলছে বরিশাল। তাই তামিম ইকবালের দলকে বেশ ভালোভাবেই মূল্যায়ন করছে কুমিল্লা। জাকের আরও বলেন, ‘যেহেতু ফাইনাল ম্যাচ। অবশ্যই বরিশাল দল অনেক ভালো খেলেই ফাইনালে এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সবসময় সব দলকে সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সেরা ক্রিকেট খেলতে। ফাইনালেও আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর