May 17, 2024, 10:58 am

“চাকুরী”

Reporter Name
  • আপডেট Thursday, May 2, 2024
  • 244 জন দেখেছে

চাকুরী, সেতো চাকুরী নয়
হয়ে গেছে সোনার হরিণ।
সেই হরিণের পিছু ছুটি ছুটি
বাজছে মরণ বিন।।
যাদের রয়েছে মামু-খালু-টাকা
পেয়ে যায় সেই হরিণ।
অন্যরা সবে ঘুরে ফিরে মরি
নেমে আসে দুর্দিন।।
ঘুষ দিয়ে যেই অযোগ্যরা
চেয়ার দখল করে।
তারাই আবার ঘুষ নিয়ে বেশ
অহংকারও করে।।
বাড়ি আর গাড়ি কতো কী করে
থাকে মহাসুখে।
অহংকারে নুয়ে পড়ে তারা
শেষ জীবন কাটে দুঃখে।।
যোগ্যরা সঠিক বিচার পেলে
ন্যায় ও নিষ্ঠার সাথে।
হাতে রেখে হাত সকলে মিলে
দেশকে পারে বাঁচাতে।।
ঘুষের ছলনায় না পড়ে ওরা
করে এতোটুকু পূণ্য।
বিদেশে পাড়ি জমালে তারা
দেশ হয় মেধাশূন্য।।
তাই,চাকুরী পেতে যেন কখনো
সুযোগ না থাকে ঘুষ।একযোগে সবাই রুখতে হবে
বাড়াতে হবে হুঁশ।।

রচয়িতাঃ মিলন রায়

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর