April 29, 2024, 10:06 am

বিশ্বকাপের আগে দেশের বাইরে সিরিজ খেলবে বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Thursday, February 22, 2024
  • 29 জন দেখেছে
ক্রীড়া প্রতিবেদক :: চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে আমেরিকাতেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেছেন, ‘(ওয়ানডে) বিশ্বকাপে প্রস্তুতির ঘাটতি ছিল না। কোচ না থাকলেও আমাদের ধারাবাহিকতা তো ছিল। কোচ সময় কম পেয়েছে, এর মানে এই না যে প্রস্তুতির ঘাটতি (ছিল)। এটা কোনো কারণ না। সামনে বিশ্বকাপের আগে আমরা জিম্বাবুয়ের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলব। এখন বিপিএল হচ্ছে। যুক্তরাষ্ট্রে আমরা প্ল্যান করছি স্বাগতিক দলের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের প্রস্তুতির মধ্যেই পড়ে।’
এদিকে, চলতি বিপিএলে ফর্মে নেই বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নন জালাল, ‘একজন ক্রিকেটারের ফর্ম নাই, এ কথায় আমি বিশ্বাস করি না। শান্ত পারফর্ম করছে না, সে ক্লাস প্লেয়ার। আন্তর্জাতিক সিরিজ শুরু হলে দেখবেন সে ব্যাক ইন ফর্ম। সাকিবের চোখের একটা সমস্যা ছিল যার জন্য সমস্যা হচ্ছিল। আশা করি যেহেতু এখন সে ব্রেক নিয়েছে পরে সে আমাদের সঙ্গে যোগ দিবে।’
একইসঙ্গে সাকিবের রানে ফেরা নিয়েও এই বিসিবি কর্মকর্তা কথা বলেছেন, ‘কোনো সন্দেহ নেই সে (সাকিব) আমাদের সেরা প্লেয়ার। সে পারফর্ম করবেই। এটা তো তাদেরও জানা আছে যে তারা কী পারফর্ম করতে পারবে। তারা হচ্ছে ক্লাস প্লেয়ার। ক্রিকেট হচ্ছে এমন এক বিষয়, যেখানে এক সিজন ভালো না করলেও পরের সিজনে অনেকে ভালো খেলছে। এমন ওঠা-নামা থাকেই। এর মানে এই না যে আউট অফ ফর্ম।’
বর্তমানে বিপিএলের ম্যাচে ব্যস্ত টাইগার ক্রিকেটাররা। আগামী ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের নবম আসরের পর্দা নামবে। এর তিনদিন পরই (৪ মার্চ) ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে শান্ত’র দল। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর