April 29, 2024, 10:29 am

বিপিএল ফাইনালে টিকিটের দাম কত, জানা গেল

Reporter Name
  • আপডেট Thursday, February 22, 2024
  • 30 জন দেখেছে
স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের পথে। টুর্নামেন্টে আর মাত্র ৬টি ম্যাচ বাকি আছে। যেখানে প্লে-অফের আগে প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। প্রথম পর্ব শেষে দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। এরপর আগামী ১ মার্চ মিরপুরেই ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে শেষ ছয় ম্যাচের জন্য স্টেডিয়ামের টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও টিকিটের দাম বাড়েনি। আগের দামেই পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দুভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে। শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে সরাসরি টিকিট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর