May 7, 2024, 5:15 am

নিজের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গানের অ্যালবাম করলেন ফাহমিদা

Reporter Name
  • আপডেট Friday, April 26, 2024
  • 15 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: কণ্ঠশিল্পী ফাহমিদা নবী গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুর করায় দারুণ পারদর্শী। তাঁর একটি গানের স্কুলও আছে, নাম কারিগরি। সেখানে তিন মাসের একটি করে কোর্স করান শিক্ষার্থীদের। প্রতিটি কোর্সে সুযোগ পান ১২ জন শিক্ষার্থী।
এবার সেখান থেকে বাছাই করা ১০ জন শিক্ষার্থীকে দিয়ে ১০টি মৌলিক গান করেছেন ফাহমিদা। প্রতিটি গানই লিখেছেন ও সুর করেছেন তিনি। অ্যালবামের নাম রেখেছেন ‘কারিগরি ২’। ২০১৭ সালে ‘কারিগরি’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি।
ফাহমিদা বলেন, ‘গানগুলো বেশ সময় নিয়ে করেছি। আমার শিক্ষার্থীরা মন-প্রাণ দিয়ে গানগুলো গেয়েছে। এখন চলছে ভিডিও চিত্র নির্মাণের কাজ। সেগুলো হয়ে যাওয়ার পর বসব পোস্ট-প্রডাকশনে।
সব কিছুই নিজের হাতে করছি বলে একটু সময় লাগছে। তবে শ্রোতারা গানগুলো শুনলে পছন্দ করবেন, এটা বলতে পারি।’
ফাহমিদা আরো বলেন, ‘ইচ্ছা আছে মাসখানেকের মধ্যে গানগুলো মুক্তি দেওয়ার। প্রতিটি গানই আসবে আমার ইউটিউব চ্যানেল থেকে। পরে অন্যান্য অনলাইন প্ল্যাটফরমেও প্রকাশ করব। আগামী দিনে নিজের কথা ও সুরে আরো মৌলিক গান করার ইচ্ছা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর