May 6, 2024, 11:37 pm

তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

Reporter Name
  • আপডেট Monday, March 11, 2024
  • 27 জন দেখেছে
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের তিন কৌঁসুলি বরখাস্ত - 1

নিজস্ব প্রতিবেদক :: তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন মো. জাকির হোসেন, কাজী বশির আহমেদ ও শামা আক্তার। রোববার আইন ও বিচার বিভাগের সলিসিটর রুনা নাহিদ আক্তারের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হলেও তাদের অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবারের সহিংসতার পর তিন জনকে অপসারণ করা হয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুক্রবার নির্বাচনের সহিংসতার ঘটনায় হামলার শিকার সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিক সাইফ স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুঁথি, বিএনপিপন্থী আইনজীবী ও সচিব প্রার্থী রুহুল কুদ্দুস কাজলসহ ১৮ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাজল ও কাজী বশির আহমেদসহ ছয় আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আদালত কাজলকে চার দিনের রিমান্ডে এবং বাকি পাঁচ জনকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর