April 27, 2024, 4:22 pm

টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড

Reporter Name
  • আপডেট Thursday, March 28, 2024
  • 30 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে পুলিশের বাধায় টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। তবে এ ঘটনায় পুলিশ কোনো নেতাকর্মীকে আটক করেনি। সংগঠনটির একাধিক নেতাকর্মী বলেন, বুধবার সন্ধ্যায় কয়েক শতাধিক নেতাকর্মী টঙ্গী বাজার এলাকায় ইফতার ও দোয়া মাহফিলে শরিক হয়েছিলেন।
এর আগে বিকাল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের দুইটি দল ওই স্থানে গিয়ে সংগঠনের নেতাকর্মীদের বেরিয়ে যেতে বলে। এ সময় বিএনপির ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, টঙ্গী পূর্ব থানার বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা শহীদুজ্জামান, সুরুজ আহমেদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহমুদ হাসান রাজু, আতাউর রহমান, জাহিদ নিপু, রোহানুজ্জামান শুক্কুর, মাহামুদুল হাসান মিরন, জাফর ইকবাল জনি, আকবর হোসেন ফারুক, শিশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন, আজকের ইফতার মাহফিলের আয়োজন করতে পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। হঠাৎ বিকাল ৫টার দিকে পুলিশের দুটি দল ইফতার মাহফিল অনুষ্ঠানে এসে সব কার্যক্রম বন্ধ করতে বলে। অন্যথায় আমাদের গ্রেফতার করবেন বলে জানায়। রোজা রেখে আমাদের নেতাকর্মীরা পাশের সড়কে দাঁড়িয়ে থাকেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা দুইটি ভাগে বিভক্ত হয়ে আজ পাশাপাশি দুটি স্থানে অবস্থান নেয়। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে ইফতার মাহফিল নিয়ে সব নেতাকর্মীদের স্থান ত্যাগ করতে বলা হয়। তাদের লিখিত কোনো অনুমতি ছিল না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর