April 29, 2024, 12:54 am

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ৩০ ছক্কার ম্যাচে রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া

Reporter Name
  • আপডেট Wednesday, February 21, 2024
  • 32 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: টিম সাউদি বুদ্ধি করেই বলটা টিম ডেভিডকে দেন লেগ স্টাম্পের মাঝামাঝি। এখানে মাথা খাটিয়ে লেগ সাইডে দুর্দান্ত এক চার মারেন টিম ডেভিড। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলের রোমাঞ্চে অস্ট্রেলিয়া পেয়ে গেল ৬ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
২৪৪ রান তাড়া করে নিজেদের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটা ছিল ২০১৮ সালে নিউজিল্যান্ডের মাঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সেটা ছিল প্রথমবারের মতো ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়। একই প্রতিপক্ষের বিপক্ষে ২০০ বা তার বেশি রান তাড়া করে দ্বিতীয়বারের মতো জয়টি অস্ট্রেলিয়া পেল আজ। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে অজিরা আজ জিতেছে ২১৬ রান তাড়া করে। এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও। ম্যাচে হয়েছে ৩০ ছক্কা, যার মধ্যে অস্ট্রেলিয়া মেরেছে ১৭ ছক্কা ও নিউজিল্যান্ড মেরেছে ১৩ ছক্কা।
২১৬ রানের লক্ষ্যে দলীয় ২৯ রানেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে তুলে মারতে যান ট্রাভিস হেড। মিড অনে দুর্দান্ত ক্যাচ ধরেন টিম সাউদি। হেড ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৪ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন দলটির অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়ক আসার পর ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নার ঝোড়ো ব্যাটিং করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান করে কিউইরা। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন রাচীন রবীন্দ্র। ৩৫ বলের ইনিংসে ২ চার ও ৬ ছক্কা মেরেছেন রবীন্দ্র। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১১৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রবীন্দ্র। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর