স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, চোরা পথে এই দেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মধ্যেই আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি বলছে নির্বাচন করতে দিবে না। তাই কৃষকলীগকে সেন্টার পাহারা দিতে হবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নৌকা, নূহ নবীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকাকে ঠেকানোর কারও সাধ্য নেই। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদেরকে রাজপথেই মোকাবেলা করতে হবে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর কৃষকলীগ কতৃক আয়োজিত শহীদ আহসান উল্লাহর ১৯তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠানে এসব বলেন তিনি।
গাজীপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, কালীগঞ্জ জেলার সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।