September 30, 2023, 10:55 pm

বাংলাদেশে এসে প্রচুর ইলিশ খেয়েছেন ইধিকা পাল

Reporter Name
  • আপডেট Monday, September 18, 2023
  • 10 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: প্রিয়তমা চলচ্চিত্রে শাকিবের সঙ্গে অভিনয় করেই আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শুধু বাংলাদেশ নয় এই সিনেমার মাধ্যমে ইধিকা পাল পরিচিত হয়ে ওঠেন গোটা বিশ্বের বাঙালিদের নিকট। ইধিকা পাল আগ্রহের কেন্দ্রে চলে আসেন আমেরিকা থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বাঙালি কমিউনিটিতে।

সম্প্রতি এই অভিনেত্রী কলকাতার একটি সামাজিক মাধ্যমে নিজের অন্তরালে রাখা কথা প্রকাশ করে ফেললেন, জানালেন বাংলাদেশে এসে তিনি প্রচুর ইলিশ খেয়েছেন।মানে একেবারে শখ মিটিয়ে খাওয়া বলে যাকে আরকি! অন্তত তার 

ইধিকা সাক্ষাৎকারে বলেন,  ‘আমি বাংলাদেশে গিয়ে প্রচুর ইলিশ মাছ খেয়েছি, প্রচুর। এতো এতো ইলিশ খাওয়ার ফলে আমি যখন দেশে ফিরছিলাম তখন মাকে জানিয়ে রাখলাম, আমার খাবার ইলিশ বাদে অন্যান্য সবকিছু রেখো। আমি বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ খেয়েছি।’

শুধু তাই নয়, ‘অনেকেই ইধিকা ফোন করেও বলেছেন কলকাতায় ফেরার সময় যেন কিছু ইলিশ মাছ নিয়ে যেতে।এমনটাই জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি যখন বাড়িতে বলেছি ইলিশ না রাখতে তখন ওরা বলেছিল আমি যেন কিছু ইলিশ মাছজ নিয়ে যাই, শুধু বাড়ির লোকই নয়, অনেকেই আমাকে ফোন করে বলেছিলে আমি যেন কলকাতায় কিছু ইলিশ মাছ নিয়ে ফিরি। তবে দুর্ভাগ্যজনক যে আমি কারো জন্য ইলিশ মাছ নিয়ে যেতে পারিনি।’ শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমায় ঈশ্বর গানের মাধ্যমে প্রথমে নজর কাড়েন এই অভিনেত্রী। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার আলোচিত গানটি লিখছিলেন সোমেশ্বর অলি, সুর করেছিলেন প্রিন্স মাহমুদ ও গেয়েছিলেন রিয়াদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর