April 22, 2024, 12:49 pm

প্রতি এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা

Reporter Name
  • আপডেট Tuesday, August 29, 2023
  • 121 জন দেখেছে

বিনোদন নিউজ ডেস্ক :: সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে ২০১৩ সালে বলিউডে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী রাউতেলা। ক্যারিয়ারে হিট সিনেমার সংখ্যা খুব একটা নেই।কিন্তু তাতে কী? মাত্র এক মিনিটের জন্য এক কোটি টাকা নিয়ে ভারতের দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এখন তিনি! কীভাবে? জানা গেছে, তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির আসন্ন সিনেমায় নাকি মাত্র তিন মিনিটের জন্য পারফর্ম করবেন উর্বশী। এ জন্য পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি টাকা। অর্থাৎ প্রতি এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা।

সেই হিসেবেই আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফদের ছাপিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়েছেন উর্বশী। এ বিষয়ে অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উর্বশী। সেখানে তাকে এই বিপুল পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনে অভিনেত্রীর জবাব, এটা খুবই ভালো বিষয়। যে অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সকলেই এই দিনটা দেখতে পান।

এদিকে, সিনেমা ছাড়াও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় উর্বশী। এর আগে হীরের মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় আলোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। তারপর আবার মাড থেরাপির ছবি পোস্ট করেও এসেছিলেন আলোচনায়।  

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর