December 6, 2023, 11:12 pm

পরীমণির ‘মা’ কান চলচ্চিত্র উৎসবে

মাসুদ আলম
  • আপডেট Wednesday, May 10, 2023
  • 181 জন দেখেছে

মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। দেশে মুক্তির আগে সিনেমাটি যাচ্ছে কান চলচিচত্র উৎসবে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক অরণ্য আনোয়ার।

তিনি বলেন, মা সিনেমার জন্য এটা খুব আনন্দের খবর। খুব ভালো লাগছে। মা একটি মুক্তিযুদ্বের সিনেমা। দেশের দর্শকরা মা সিনেমার সঙ্গে থাকবেন, এমনটাই প্রত্যাশা করছি।

সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ চলচ্চিত্রে। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।

‘মা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর