স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-জামালপুর জেলার মোঃ মাসুম আহাম্মেদ (২৭), নরসিংদীর জেলার মো: আশরাফুল (৩১), শেরপুর জেলার ওমর ফারুক (২৫), ময়মনসিংহ জেলার মোঃ নুরুজ্জামান (৩০) ও গাজীপুর জেলার মোঃ সজীব মিয়া (২৫)। এসময় তাদের কাছ থেকে ১টি ছোরা, ১টি খুর এবং ৩টি ছুরি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, রোববার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানার চেরাগআলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কতিপয় সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড হইতে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নিতো। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।