May 28, 2024, 5:04 am

টঙ্গীতে উই এর উদ্যোগে দুই দিনব্যাপী ঈদ হাট বাজার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, April 14, 2023
  • 209 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে দুই দিনব্যাপী ঈদ হাট বাজার আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। টঙ্গী সরকারি কলেজ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বেগম শামসুন নাহান ভূইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উই এর সভাপতি নাসিমা আক্তার নিশা, কাউন্সিলর কেয়া শারমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলী, শেকানুল ইসলাম শাহী, নারী উদ্যোক্তা জেবুন্নেছা জামাম চুমকি, তামান্না ইসলাম প্রমুখ।

প্রতি বছর ঈদে অনলাইনে উই হাট বাজার নামে মেলার আয়োজন করা হলেও এবারই প্রথম দেশের বিভিন্ন জেলায় ও থানায় বাহারি স্টল বসিয়ে এ উই হাট বাজারের আয়োজন করা হয়েছে। এতে করে নারী উদ্যোক্তা ও ক্রেতা সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, এবার সারাদেশে এক সাথে সব জেলায় ১৪, ১৫ এবং ১৬ তারিখ উই হাট বাজারের আয়োজন করা হয়েছে। আর এরই অংশ হিসেবে ১৪ ও ১৫ এপ্রিল এই ২ দিনের ঈদ হাট বাজার টঙ্গীতে অনুষ্ঠিত হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর