স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থী জাহিদ আহসান রাসেলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. বজলুর রশিদের সভাপতিত্বে এবং গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুল পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ সময় তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান এবং আপনাদেরই ভাই, আমি কখনো আমার নির্বাচনী এলাকায় কোন অন্যায় কাজ করিনি, দুর্নীতি করিনি। আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা ও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। হাজার হাজার লোকের চাকরি দিয়েছি কেউ বলতে পারবেনা চাকরি দিয়ে কারো কাছ থেকে দশ টাকা ঘুষ খেয়েছি। আমার বাবা শহীদ আহসান মাস্টার কোন দুর্নীতি করেনি আপনারদের পাশে ছিলেন আমিও তার সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করেছি। তাই আসছে আগামী ৭ জানুয়ারী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সন্তান হিসেবে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। আমি আশা রাখি আপনারা ঐক্যবদ্ধভাবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জাতীয় সংসদে পাঠাবেন আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
উঠান বৈঠকে এলাকাবাসীরা বলেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত জননেএী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাজীপুর-২ আসনের যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চম বারের মতো জাতীয় সংসদে পাঠানোর অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতা উল্লাহ মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, হায়দারাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাবেদ ইকবাল, শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ফজলুর হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন, থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মনির আহম্মেদ, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি কম, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, মহানগর আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি লিটন মহাজন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী শিরিন শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ নাজমা হোসেন, মোসাঃ শিরিন আক্তার শিলা, মোসাঃ শাহিদা সরকার, যুবলীগ নেতা শফি আহম্মেদ, রেজাউল করিম, যুবলীগ নেতা সোহেল রানা, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন প্রমুখ।