May 20, 2024, 3:45 pm

সিলেটে পৃথক অভিযানে ৩২৮ বস্তা চিনি জব্দ, আটক ২

Reporter Name
  • আপডেট Sunday, October 1, 2023
  • 49 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক সিলেট :: সিলেটে পৃথক অভিযানে ৩২৮ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত উপজেলা গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামের থেকে ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

আটকরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মুজাফফরপুর গ্রামের মোহাম্মদ হাসন আলীর ছেলে মো. সবুর আলী শেখ (৩৫) ও একই গ্রামের মোহাম্মদ হোসেন আলী শেখের ছেলে মোহাম্মদ কাউসার আলী শেখ (২৫)।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের পান্তুমাই গ্রামে অভিযান চালিয়ে ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। এদিকে জেলা পুলিশের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ বাদী হয়ে মামলা করেছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর