May 20, 2024, 2:46 pm

শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা নবম দিনে ৭.২৫ কোটি রুপি আয়

Reporter Name
  • আপডেট Sunday, December 31, 2023
  • 28 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ নিয়ে এখন আলোচনার শীর্ষে রয়েছেন বলিউড কিং খান শাহরুখ। গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আগের দুই সিনেমার মতো এ সিনেমাও বক্স অফিস কাঁপাচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ সিনেমা ১৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে। যা বাংলাদেশ মুদ্রায় ১৯৭ কোটি টাকারও বেশি।
‘ডানকি’ সিনেমা নবম দিনে (সব ভাষা মিলিয়ে) ৭.২৫ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি টাকারও বেশি।
এখন পর্যন্ত শাহরুখ, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি অভিনীত সিনেমাটি ভারতে ১৬৭.৪৭ কোটি রুপি আয় করেছে। এছাড়া বিশ্ববাজারেও দারুণ ব্যবসা করেছে এ সিনেমা।
প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর পোস্ট থেকে জানা গেছে, শাহরুখের তৃতীয় সিনেমা বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি রুপি ব্যবসা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২৬ কোটি টাকারও বেশি। বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে ‘ডানকি’ সিনেমাটি নির্মতি হয়েছে। এ সিনেমা মুক্তির পরদিনই মুক্তি পায় প্রভাস অভিনীত ‘সালার’।
অগ্রিম বুকিংয়েই এগিয়ে ছিল প্রভাসের সিনেমার আয়। মুম্বইয়ের ‘মারাঠা মন্দির’ থিয়েটার থেকে সরানো হয়েছিল কিং খানের সিনেমা। শাহরুখ খান ও মারাঠা মন্দিরের সুসম্পর্ক সেই নব্বইয়ের দশক থেকে। এ সিনেমাহল কর্তৃপক্ষ শাহরুখ খানের সিনেমার স্ক্রিনিং করবে না, তা ভাবতেই পারেননি অনেকে। কিন্তু ‘ডানকি’র ক্ষেত্রে এমনই অভাবনীয় ঘটনা ঘটেছিল। শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র শো আইকনিক মারাঠা মন্দির থেকে সরানো হয়েছিল। এর বদলে নতুন শো পেয়েছিল প্রভাসের ‘সালার’ সিনেমা। এ সিনেমা যদিও শুরুতে ভালো ব্যবসা করেছিল। কিন্তু এখন এর আয় নিম্নমুখী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর