May 20, 2024, 12:16 pm

রাজধানীর মার্কেটগুলোতে সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

Reporter Name
  • আপডেট Tuesday, April 18, 2023
  • 193 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন রাজধানীর মার্কেটগুলোতে সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।

তিনি বলেন, মার্কেটে অগ্নিকাণ্ড যেন না ঘটে তার ব্যবস্থা ও হঠাৎ কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে তা নির্বাপণের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা কোন পথে প্রবেশ করবেন, কোন পথে মালামাল বের করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা থাকতে হবে। এ ধরনের পরিকল্পনা সবার সুবিধার্থে প্রকাশ্য স্থানে টাঙিয়ে রাখা যেতে পারে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ জুয়েলারি সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, এফবিসিসিআইসহ ঢাকার বিভিন্ন থানার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর