May 20, 2024, 12:41 pm

ভারতে রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক ::
  • আপডেট Saturday, June 3, 2023
  • 64 জন দেখেছে

ভারতের উড়িষ্যায় তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘উড়িষ্যায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে একাধিক ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা ২৮০ ছাড়িয়ে গেছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংখ্যা ২৮৮ এবং আহত হয়েছে ৯০০ জন। ওড়িশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারঙ্গিও বলেছেন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮-তে। ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা বলেছেন, ২০০টিরও বেশি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, ১০০ জনেরও বেশি অতিরিক্ত ডাক্তার ঘটনাস্থলে রয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর