May 20, 2024, 8:43 am

বিদ্যুতের দাম বাড়ছে সাড়ে ৮ শতাংশ, ফেব্রুয়ারিতেই কার্যকর

Reporter Name
  • আপডেট Thursday, February 29, 2024
  • 45 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিদ্যুতের পাইকারি পর্যায়ে ৫.০৭৪ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫০ শতাংশ দাম বাড়ছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হচ্ছে শিগগিরই। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেছেন। পাইকারি পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম হবে ৭.০৪ টাকা। আর খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম হবে ৮.৯৫ টাকা।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সে কারণে সমন্বয়ের জন্য দামের বিষয়টি চিন্তা করা হয়েছে। ‘বিদ্যুতে ভর্তুকি হবে ৪৩ হাজার কোটি টাকা। আগামী তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের ডায়নামিক প্রাইসের জন্য প্রজ্ঞাপন করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় হবে। কমলে কমবে, বাড়লে বাড়বে। ১ মার্চ থেকে সেটা শুরু হবে। যে কোনো সমন্বয়ে এর প্রতিক্রিয়া থাকবে। যেভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে তাতে জনগণের ওপর বেশি প্রভাব পড়বে না ৷’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর