April 28, 2024, 11:59 am

বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর কাছে মোমেনের অসন্তোষ

Reporter Name
  • আপডেট Friday, March 29, 2024
  • 32 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ফরেন সার্ভিস একাডেমিতে জেনোসাইড কর্নার চালু করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত ২৫ মার্চ ওই কর্নার পরিদর্শনে গেলে সেটি বন্ধ দেখতে পান মোমেন। বিষয়টি নিয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার (২৯ মার্চ) ন্যাম ভবনে এক সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন বলেন, “আমি সেখানে গিয়ে দেখি গণহত্যা কর্নারটি বন্ধ। আমি শুনলাম এটি অনেকদিন ধরেই বন্ধ। এখানে স্কুলের ছেলে-মেয়েরা আসে না, পাবলিক আসে না। আমার এটি পছন্দ হয়নি।” বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক হয় এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রী, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ড. এ কে আব্দুল মোমেন।
সংবাদ সম্মেলন চলাকালে আব্দুল মোমেন বলেন, আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইছি, আবার আমাদের ঘরে গণহত্যা কর্নারটি বন্ধ রেখেছি, তাও আবার মার্চ মাসে। ওখানে যে রেক্টর ছিলেন, তিনি বললেন যে আমি না বলে যাওয়ার কারণে এমনটি হয়েছে। বিষয়টি দেখভাল করার জন্য পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ একজন পরিচালককে দায়িত্ব দিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর