May 20, 2024, 6:30 am

ফরিদপুরে মাদকবিরোধী দিবস পালিত

Reporter Name
  • আপডেট Sunday, July 30, 2023
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ‘মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে আজ রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কবি জসীমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শাহজাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে শপথ বাক্য পাঠ করানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর