May 20, 2024, 10:41 am

প্রধান বিচারপতির বাড়ি, পুলিশের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: কাদের

Reporter Name
  • আপডেট Saturday, October 28, 2023
  • 44 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করা হয়। এ নয়াপল্টনে বিএনপিরও সমাবেশ ছিল সরকারের পদত্যাগের দাবিতে।সমাবেশে বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফখরুল (বিএনপির মহাসচিব) কোথায়, বিএনপি কোথায়, কোথায় গেছে, বিএনপির মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মহামরণ যাত্রা। খেলা হবে, সেমিফাইনালে আমরা গেছি, সেমিফাইনাল সামনে তার পর ফাইনাল খেলা, নির্বাচনে ফাইনাল খেলা। জবাব দিতে হবে, কেন আজকে প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা চালিয়েছে। পুলিশের ওপর তারা হামলা করেছে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে, তাদের ছাড় দেওয়া হবে না। আজকে বিএনপি কত নোংরা দল, খুনি দল, সন্ত্রাসী দল, নোংরা চেহারা, আগুন সন্ত্রাসের চেহারা আজকে আবার তারা জাতির সামনে তুলে ধরেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। চট্রগ্রাম থেকে ছুটে এসেছি। ঢাকার খবর পেয়ে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) হেলিকপ্টারে উঠেছেন দুপুরের খাওয়া তিনিও খাননি কারণ তার টেনশন আমাদের চেয়েও বেশি।তিনি বলেন দেখবো, দেখবো ওরা কি করে। এসব বাড়াবাড়ি এসব নোংরামি, আজকে আগুন সন্ত্রাস তারা করেছে এদের অবশ্যই শাস্তি হবে। তারা পুলিশের ওপর হামলা করে, আমাদের কর্মীদের গাড়িতে হামলা করে, প্রধান বিচারপাতির বাড়িতে হামলা করে এ হামলাকারীদের কে কি ছাড় দেবেন? কোনো ছাড় দেওয়া হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর