May 22, 2024, 3:27 am

পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সুপেয় মুক্তা পানি বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, April 30, 2024
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: তীব্র তাপদাহ হতে খানিকটা স্বস্তির লক্ষ্যে পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে দেশ সেরা মুক্তা পানি বিতরণ করা হয়েছে। সম্প্রতি গত বুধবার সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সচিব মো.খায়রুল আলম সেখ এর নির্দেশনায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর উদ্যোগে দ্বিতীয় দিনে রাজধানীর টঙ্গী, উত্তরা, এয়ারপোর্ট, খিলখেত ,বাড্ডা, গুলশান,
মহাখালী, ফার্মগেট ও গুলিস্থানসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার পথচারীদের মাঝে মুক্তা পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কারখানার ব্যবস্থাপক মো.মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস আহমেদ, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. আব্দুল আজিজ, আইটি অফিসার রাকিবুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, চাঁদ মিয়া আকাশ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শাওন মেহনেওয়াজ, অডিট অফিসার মোহাম্মদ ওয়াসিউর রহমান,ওয়াটার প্লান্ট সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, স্টোর অফিসার হাফিজুর রহমান, মোঃ মতিউর রহমান প্রমুখ।
পানি বিতরণের সময় কারখানার ব্যবস্থাপক মো.মহসীন আলী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই তীব্র তাপদাহে বিশাল জনগোষ্ঠীর দৈনিক খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালকসহ অনেকই তৃষ্ণা নিবারন করতে পারবেন এবং কিছুটা হলেও স্বস্তিতে দৈনিক কার্যক্রম সম্পাদন করতে পারবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর