May 20, 2024, 5:04 am

দেশকে আমাদের আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে: জিএম কাদের

Reporter Name
  • আপডেট Sunday, July 30, 2023
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশে এখন ডেমোক্রেসি নেই, এখন চলছে আওয়ামীক্রেসি। কারণ এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাব মুক্ত হতে পারছেন না। দেশকে আমাদের আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’ আজ রোববার বগুড়া জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘নির্বাচনের জন্য যারা কাজ করছেন তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, নির্বাচনের পরে যারা সুবিধা ভোগ করছেন তারাও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেখানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটাকে গণতন্ত্র বলা যায় না, এটা আওয়ামী লীগতন্ত্র। এখন আমাদের দেশকে আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’ 

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে মানুষ গ্রহণ করে না, তার একটি প্রধান কারণ জাতীয় পার্টির সবচেয়ে ক্ষতি করেছে বর্তমান সরকার আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ধ্বংস ও দুর্বল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে জাতীয় পার্টি কোনো দিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি।’

আওয়ামী লীগ জাতীয় পার্টির ক্ষতি করেছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির যে স্বাধীন রাজনীতি আছে, এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি। জাতীয় পার্টি ছিল সব সময় আওয়ামী লীগের বি টিম। আমরা যতবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ততবারই আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্বাধীন রাজনীতি করতে পারিনি। এখনো এই ষড়যন্ত্র চলছে। যারা জাতীয় পার্টি থেকে চলে গেছে কিংবা বহিষ্কার হয়েছে তাদেরকে সামনে এনে প্রচার করা হচ্ছে আমরা বিভাজিত হয়েছি, এটা প্রচার করছে সরকার। এর সমাধান হচ্ছে জনগণের জন্য কাজ করতে হবে। এ জন্য রাজপথে থাকতে হবে। জনগণ যে রাজনীতি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে সেটাই করতে হবে।’ 

শহরের শহীদ টিটু মিলনায়তনে রোববার সম্মেলনের আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইমলাম মাহমুদ, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব নূরুল ইসলাম ওমর।সম্মেলনে প্রস্তাবিত নামের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে বগুড়া জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হবে বলে মুজিবুল হক চুন্নু জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর