April 27, 2024, 4:36 pm

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে যারা বিতর্কিত করতে চায় তারাই স্বাধীনতা বিরোধী শক্তি: মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Wednesday, March 27, 2024
  • 38 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি বলছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২৮ অক্টোবর তরুণরা রাজপথে নামাতে না পারায় বিএনপির আন্দোলনের গতিপথ হারিয়েছে। এসময় তিনি আরও বলেন, সংগ্রামের বিকল্প নেই। বাস্তবতার নিরিখে আন্দোলনের নতুন কৌশল নিতে হবে।
বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগদেন মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সেখানে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশ শুধু ফ্যাসিস্ট সরকারের কবলে পড়েনি, বর্ণবাদীও। তারা দেশকে দুইভাগে বিভক্ত করে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে। শুধু কথা বলে টাকা লুট করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না বলেও মন্তব্য করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিলেন।
সভায় বিএনপির অন্যান্য নেতারা তাদের আন্দোলন ব্যর্থ হয়নি দাবি করে আগামীতে তরুণদের রাজপথে নামার আহ্বান জানান। নেতারা অভিযোগ করে বলেন, দেশে স্বাধীনতা দিবস উদযাপন করার মতো পরিস্থিতি নেই। মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব বঙ্গবন্ধুর নয়।
রমজানে মানুষ এক বেলা খাচ্ছে মন্তব্য করে বিএনপি নেতারা আরও বলেন, আওয়ামী লীগ সব জায়গায় ব্যর্থ হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর