May 20, 2024, 8:43 am

গাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা

Reporter Name
  • আপডেট Thursday, May 9, 2024
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯টি কেন্দ্রর প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে ইজাদুর রহমান মিলন ১৯ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০ হাজার ২’শ ৪৮ ভোট পেয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১’শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জুয়েল ডালী (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৬’শ ২৬ ভোট পেয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬’শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬ হাজার ৭’শ ৬৪ ভোট পেয়েছেন।
এছাড়াও কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাডভোকেট আমানত হোসেন খান, মোটরসাইকেল প্রতীকে ৪৫,৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন মোটরসাইকেল প্রতীকে ৪৩,০৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর