May 13, 2024, 10:54 am

গাজীপুরে ব্যানার-পোস্টার অপসারণে নির্বাচন কমিশনের অভিযান

Reporter Name
  • আপডেট Sunday, April 16, 2023
  • 192 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যানার পোস্টার সাটিয়েছে। এসব ব্যনার পোস্টার প্রার্থী নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা সরাননি। শনিবার সকালে নির্বাচনের রিটার্নং কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেটের উদ্যোগে চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় অপসারণের এ কার্যক্রম শুরু করেছে। এর আগে গত ৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি দিয়ে১৩ এপ্রিলের মধ্যে নিজ উদ্যোগে প্রার্থীদের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট অপসারণ ও দেয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানায় নির্বাচন কমিশন। কিন্তু সময় পার হলেও অপসারণ না করায় মাঠে নেমেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কিন্তু সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। সরানোর নির্দেশ দিলেও অনেকে সরিয়েছে আবার অনেকেই সরায়নি। যারা নির্ধারিত তারিখের মধ্যে পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান, জেলা নির্বাচন কর্মকরাতা এ এইচএন কামরুল হাসানসহ নির্বাচনের অন্যান্য কর্মকর্তা।

তিনি আরো জানান বলেন, সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬ এর ৫বিধি অনুয়ায়ি কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরণের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। এ ধরণের কার্যক্রম সিটি কর্পোরেশন (নির্বাচন আচরন) বিধিমালা, ২০১৬এর সুস্পস্ট লঙ্ঘন। যারা নির্ধারিত তারিখের মধ্যে পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর