May 15, 2024, 4:12 pm

গাজার রাফাহতে ইসরাইলের বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • আপডেট Monday, April 29, 2024
  • 12 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: এবার অবরুদ্ধ গাজার রাফাহতে বিমান হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে ইসরাইল। হামলায় আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের তিনটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অবশ্য গাজার মিডিয়া আউটলেট মৃতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে।
অন্যদিকে গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে ইসরাইলি বিমান দুটি বাড়িতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। মূলত হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে গত বছরের ৭ই অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়। ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গা করে ১৩ লাখ মানুষ রাফাহতে এসে আশ্রয় নেন। এখন সেই রাফাহতে হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর