May 20, 2024, 6:01 am

কালীগঞ্জে ২ কোটি ৮৭ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, July 30, 2023
  • 54 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে ২ কোটি ৮৭ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে শাদেরগাঁও উচ্চবিদ্যালয়ের চার তলা নতুন ভবনসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। আজ রোববার দুপুরে কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা গ্রামে শাদেরগাঁও উচ্চবিদ্যালয়ের সভাপতি পরিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে চার তলা নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. নুরুল আমিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমূখ।
এ ছাড়াও সরকার নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসার ৮৩ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এক তলা একাডেমীক ভবন নির্মাণ, বাহাদুরসাদী ইউনিয়নের বেগম আহমেদ উচ্চবিদ্যালয়ের ৯০ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে একাডেমীক ভবনের ৪র্থ তলা উর্দ্ধমূখী সম্প্রসারণ ও বক্তারপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদালয়ের ৭৬ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয় একাডেমীক ভবনের (৪র্থ তলা) উর্দ্ধমূখী সম্প্রসারণসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার টাকার কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর