May 9, 2024, 6:21 pm

ঈদকে সামনে রেখে টঙ্গীতে জমে উঠছে কেনাকাটা

Reporter Name
  • আপডেট Sunday, March 31, 2024
  • 12 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম :: আর মাত্র কয়েকদিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদকে সামনে রেখে যার যার সাধ্যের মধ্যে মানুষ নতুন জামা-কাপড় কেনাকাটা করছে।
গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার মার্কেট, বিপণিবিতান ও রাস্তার পাশে অস্থায়ী দোকানগুলোতে গিয়ে দেখা যায় বাহারি কারুকাজ, হাতের নকশা, ব্লক, নানা রঙের কাপড়ে রঙের ছাপসহ বিভিন্ন নতুন পোশাকে সাজিয়ে রেখেছে।
ঈদের দিন যত গনিয়ে আসছে ততই মহানগরীর টঙ্গীবাজার, আশরাফ সেতু কমপ্লেক্স, বিসিক ফকির মার্কেট, বউবাজার, জামাই বাজার, নতুন বাজার, চেরাগআলী, সাহাজ উদ্দিন সরকার মার্কেট, সফিউদ্দিন মার্কেট, কলেজগেইট, পাইলট মার্কেট, বনামালা, হোসেন মার্কেট, গাজীপুরা, সাতাইশ, বড় বাড়ী, বোর্ডবাজার, বড় দেওড়া ফকির মার্কেট, মিলগেইটসহ বিভিন্ন এলাকায় ঈদের কেনাকাটা জমে উঠছে। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা নতুন নতুন জামা-কাপড় দিয়ে সাজিয়ে রেখেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতারা ঘুরে ঘুরে তাদের পছন্দের জামা-কাপড় কিনছেন। রাস্তার পাশে স্থায়ী দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের ভিড় দেখা গেছে। পছন্দ ও চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি পোশাক, প্রসাধনী, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন তারা। তবে সব কিছুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগও করছেন।
ব্যবসায়ীরা জানান, ঈদের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। ঈদের কেনাকাটা করতে ভিড় বাড়ছে। তবে কাপড়ের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই ক্রেতারা কিনছে কম।
নতুন জামা-কাপড় কিনতে আসা লাবনী আক্তার বলেন, রোজা প্রায় শেষের দিকে। তাই এখন একটু মানুষের ভিড়। এখন কেনাকাটা করছি। তবে কাপড়সহ সব ধরনের পণ্যের দাম আগের চেয়ে অনেক বেশি।
রাস্তার পাশের এক দোকান মালিক বলেন, আমাদের এখানে দোকান ভাড়া দিতে হয় না। তাই আমরা অনেক কম দামে জামা-কাপড় বিক্রি করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর