May 9, 2024, 10:40 pm

ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, January 31, 2024
  • 24 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে। এর আগে (বুধবার) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আসা এক মুসল্লি মারা যান। প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃতের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসি। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথি রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ইজতেমায় অংশ নিতে এসে মুসল্লির মৃত্যুইজতেমায় অংশ নিতে এসে মুসল্লির মৃত্যু
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।’ বিশ্ব ইজতেমার যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বশীল ইঞ্জিন গিয়াস উদ্দিন বলেন, ’ মৃত্যুর বিষয়টি জেনেছি। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর