May 9, 2024, 5:08 pm

অযৌক্তিক বাড়িভাড়া বাড়ানো যাবে না : পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম

Reporter Name
  • আপডেট Thursday, November 30, 2023
  • 36 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, শিল্প মালিক-শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। ভাড়াটিয়াদের সমস্যাগুলো অনুধাবন করে শ্রমিকদের বিষয়টি বিবেচনা করতে হবে। চলমান শ্রমিক অসন্তোষ হতে সৃষ্ট সংকট উত্তরণ ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির সাথে সাথে অযৌক্তিকভাবে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর খরতৈল সাতাইশ এলাকায় বুধবার দুপুরে শিল্প পুলিশ-২ টঙ্গী সাব জোন কর্তৃক আয়োজিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, শ্রমিকদের সুষ্ঠু কর্মপরিবেশ ও নিরাপদে বাসস্থান নিশ্চিত করতে চলমান সংকটে মজুরি বৃদ্ধির পর বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি যেন বৃদ্ধি না করা হয় সে বিষয়ে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এতে উপস্থিত সকলেই একমত পোষণ করে সর্বাত্মক সহযোগিতাসহ তা বাস্তবায়নে আন্তরিক আশ্বাস প্রদান করেন। গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশ ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন, পরিদর্শক (টঙ্গী সাব জোন) জহুরুল হক। স্থানীয়দের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আ. মান্নান মাস্টার, এ বি এম বশিরুল ইসলাম বশির, হাজী আসলাম, আলমগীর হোসেন, সামিউল আলম, বদরুজ্জামান, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, শিরিন আক্তারসহ স্থানীয় বাড়ির মালিক ও বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর